স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দেশের প্রতিটি জেলায় জেলায় একটি করে মেডিকেল কলেজ স্থাপন করা হবে। পাশাপাশি সব ধরনের বৈষম্যের অবসান ঘটিয়ে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তোলাই তাদের লক্ষ্য।

২৩ জানুয়ারি শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও জেলা বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


ডা. শফিকুর রহমান বলেন, ‘নির্বাচনে আপনারা এমন নেতৃত্বকে নির্বাচিত করুন, যারা দেশের স্বার্থ রক্ষায় বিদেশে বন্ধু খুঁজবে কিন্তু কাউকে প্রভু হিসেবে মানবে না। আমরা সকল বৈষম্যের কবর রচনা করতে চাই।’
উত্তরবঙ্গের উন্নয়ন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, নির্বাচিত হলে পুরো উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক অর্থনৈতিক রাজধানীতে রূপান্তর করা হবে। ঠাকুরগাঁওয়ের পরিত্যক্ত বিমানবন্দরকে সৈয়দপুর বিমানবন্দরের চেয়েও আধুনিক ও উন্নত করে গড়ে তোলা হবে, যাতে শিল্পপণ্য দেশের বিভিন্ন অঞ্চলসহ বিদেশে রপ্তানি করা যায়। এ জন্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান তিনি।
বেকারত্ব নিরসনের বিষয়ে তিনি বলেন, দেশে আর কোনো বেকারত্ব দেখতে চান না তারা। বর্তমানে যারা বেকার রয়েছেন, তাদের উন্নত শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা হবে। প্রতিটি পরিবারকে একটি শিল্পকেন্দ্রে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করা হবে বলেও জানান তিনি।
ঠাকুরগাঁও জেলার প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, জেলায় তিনটি সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের নির্বাচিত করে জেলার সার্বিক উন্নয়নে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি ঠাকুরগাঁওয়ের তিনটি সংসদীয় আসনের প্রার্থীদের হাতে দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ তুলে দেন এবং তাদের বিজয় নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেন।
জনসভায় জেলা জামায়াতে ইসলামীর সভাপতি অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন রাকসুর নবনির্বাচিত ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, কেন্দ্রীয় ছাত্রশিবিরের সেক্রেটারি সিগবাতুল্লাহ সিগবা, জেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ অন্যান্য অতিথিরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available