নড়াইল প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নড়াইলে প্রতিদ্বন্দ্বী সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠান আয়োজন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

২৯ জানুয়ারি বৃহস্পতিবার সকালে নড়াইল শহরের চৌরাস্তার এলাকায় সুজন নড়াইল জেলা কমিটির উদ্যোগে এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন নড়াইল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মনিরুজ্জামান মল্লিক। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সুজন নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান লাবু।
‘একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো পদ নেই’ এই স্লোগান সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রার্থীরা সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। একই সঙ্গে নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কী কী পদক্ষেপ নেবেন, সে বিষয়ে নিজেদের প্রতিশ্রুতি তুলে ধরেন তারা।
নড়াইল-২ আসনের অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা ও স্বাস্থ্যখাতের মানোন্নয়ন বিষয়ে প্রার্থীরা তাদের পরিকল্পনা উপস্থাপন করেন। এছাড়া দুর্নীতিমুক্ত প্রশাসন ও নাগরিক অধিকার নিশ্চিত করতে সুজনের পক্ষ থেকে প্রার্থীদের শপথবাক্য পাঠ করানো হয়।
অনুষ্ঠানে নড়াইল-২ আসনের বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ছাড়াও সুজনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এ ধরনের আয়োজন ভোটারদের সঠিক প্রার্থী নির্বাচনে সহায়তা করবে এবং গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।
নড়াইল-২ আসনের প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মো. মনিরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট খন্দকার ফয়েজুজ্জামান ফিরোজ, বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা তাজুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী ফারিদা ইয়াসমিন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সুজন নড়াইল জেলা কমিটির সদস্য হুমায়ুন কবির রিন্টু, নড়াইল প্রেসক্লাবের কর্মকর্তা মোস্তফা কামাল, সুজন নড়াইল জেলা কমিটির কর্মকর্তা অ্যাডভোকেট মুন্সী শাহীন উল্লাহ মোহনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available