• ঢাকা
  • |
  • শুক্রবার ১৪ই অগ্রহায়ণ ১৪৩২ সন্ধ্যা ০৬:২০:০৮ (28-Nov-2025)
  • - ৩৩° সে:

ঢাকা ক্যপিটালসের হেড কোচ টবি রেডফোর্ড

২৮ নভেম্বর ২০২৫ সকাল ১১:০৮:২০

সংবাদ ছবি

স্পোর্টস ডেস্ক: আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) হেড কোচের নাম ঘোষণা করেছে ঢাকা ক্যাপিটালস। এতে প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ইংলিশ কোচ টবি রেডফোর্ড।

Ad

২৭ নভেম্বর বৃহস্পতিবার রাতে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করে ফ্র্যাঞ্চাইজিটি।

Ad
Ad

ফেসবুক পোস্টে ঢাকা ক্যাপিটালস জানায়, আমাদের হেড কোচ টবি রেডফোর্ড, যিনি ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সহকারী কোচ এবং বাংলাদেশের এইচপি দলের সাবেক কোচ। এখন তিনি ক্যাপিটালসকে নেতৃত্ব দেবেন বিপিএল ২০২৬-এর জন্য।

এদিকে ঢাকা ক্যাপিটালস তাদের মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতারকে। নিজেই ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

ঢাকা ক্যাপিটালস ইতোমধ্যেই দল গঠনের কাজ শুরু করেছে। বিদেশি ক্রিকেটার হিসেবে দলে যুক্ত হয়েছেন অ্যালেক্স হেলস। তবে এবার পুরো মৌসুমের জন্য তিনি দলে থাকছেন না। হেলস ছাড়াও পাকিস্তানের উসমান খানকে দলে আনা হয়েছে, যিনি গত আসরে চিটাগং কিংসের হয়ে খেলেছিলেন। ডানহাতি ব্যাটার হিসেবে উসমান পুরো টুর্নামেন্টে খেলতে পারেন।

নিলামের আগে সরাসরি চুক্তিতে দুইজন দেশি ক্রিকেটার ভেড়ানোর সুযোগ রয়েছে ফ্র্যাঞ্চাইজির। ঢাকা ক্যাপিটালস সেই সুযোগ ব্যবহার করে ব্যাটার সাইফ হাসান এবং পেসার তাসকিন আহমেদকে দলে নিয়েছে।

ঢাকা ক্যাপিটালসের ব্যবস্থাপনা জানিয়েছে, আসন্ন বিপিএলে শক্তিশালী দল সাজানোর জন্য তারা সব প্রস্তুতি সম্পন্ন করছে এবং খেলোয়াড়দের সঙ্গে চূড়ান্ত চুক্তি করার প্রক্রিয়া চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
খালেদা জিয়া বাংলাদেশের ঐক্যের প্রতীক: দুলু
২৮ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৩:৪২




সংবাদ ছবি
হংকংয়ে ভয়াবহ আগুনে নিহত বেড়ে ১২৮
২৮ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:০৩:২১







Follow Us