• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৬ই মাঘ ১৪৩২ রাত ১০:০৯:০৭ (29-Jan-2026)
  • - ৩৩° সে:

এএফসি নারী এশিয়ান কাপের প্রাথমিক স্কোয়াড ঘোষণা বাফুফের

২৯ জানুয়ারী ২০২৬ সকাল ১১:৪২:৫১

এএফসি নারী এশিয়ান কাপের প্রাথমিক স্কোয়াড ঘোষণা বাফুফের

স্পোর্টস ডেস্ক: প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টকে সামনে রেখে ২৯ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

Ad

২৮ জানুয়ারি বুধবার রাতে ব্রিটিশ কোচ পিটার বাটলারের অধীনে এই প্রাথমিক দল ঘোষণা করা হয়। ঘোষিত স্কোয়াডে অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের সমন্বয় থাকলেও এবারও জায়গা হয়নি সাবিনা খাতুন, কৃষ্ণা রানি সরকার, সানজিদা ইসলাম, মাসুরা পারভীন ও মাতসুশিমা সুমাইয়ার মতো কয়েকজন অভিজ্ঞ ফুটবলারের।

Ad
Ad

স্কোয়াডের বেশিরভাগই তরুণ মুখ। অভিজ্ঞদের মধ্যে রয়েছেন ঋতুপর্ণা চাকমা, আফঈদা খন্দকার, মনিকা চাকমা, মারিয়া মান্ডা, তহুরা খাতুন, শামসুন্নাহার, শিউলি আজিম ও রূপনা চাকমা। ক্যাম্প শুরুর পর চূড়ান্ত দল নির্বাচন করে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবেন কোচ পিটার বাটলার।

এএফসি নারী এশিয়ান কাপে গ্রুপ পর্বে বাংলাদেশকে খেলতে হবে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে। আগামী ৩ মার্চ ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে অভিষেক হবে বাংলাদেশের। একই ভেন্যুতে ৬ মার্চ উত্তর কোরিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে দলটি। গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে ৯ মার্চ পার্থ রেকটাঙ্গুলার স্টেডিয়ামে উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।

প্রাথমিক স্কোয়াডে থাকা খেলোয়াড়রা:

শামসুন্নাহার, মনিকা চাকমা, মারিয়া মান্ডা, তহুরা খাতুন, শামসুন্নাহার (জুনিয়র), মিলি আক্তার, সিনহা জাহান শিখা, তন্নিমা বিশ্বাস, রুমা আক্তার, হালিমা আক্তার, মোসাম্মত সুলতানা, উম্মে কুলসুম, নবিরান খাতুন, ফেরদৌসী আক্তার সোনালী, কোহাতি কিস্কু, আইরিন খাতুন, মোসাম্মত সুরমা জান্নাত, মোসাম্মত সাগরিকা, উমেহলা মারমা, রূপনা চাকমা, স্বর্ণা রানি মন্ডল, আফঈদা খন্দকার, শিউলি আজিম, স্বপ্না রানি, শাহেদা আখতার রিপা, ঋতুপর্ণা চাকমা, নাদিয়া আক্তার জুথি, অনিকা রহমান ও উন্নতি খাতুন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






শরীয়তপুরে অবৈধ মাটি উত্তোলনে ১ মাসের কারাদণ্ড
শরীয়তপুরে অবৈধ মাটি উত্তোলনে ১ মাসের কারাদণ্ড
২৯ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:৩২

জামায়াতের নারী সমাবেশ স্থগিত
জামায়াতের নারী সমাবেশ স্থগিত
২৯ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:৪৯



সেনবাগ পৌর বিএনপির আহ্বায়ক বহিষ্কার
সেনবাগ পৌর বিএনপির আহ্বায়ক বহিষ্কার
২৯ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:০৮


Follow Us