• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা মাঘ ১৪৩২ দুপুর ০১:০৮:২০ (17-Jan-2026)
  • - ৩৩° সে:

‘রাঙ্গামাটি পর্যটন উন্নয়নের জাতীয় মডেলে পরিণত হওয়ার সক্ষমতা রাখে’

১৭ জানুয়ারী ২০২৬ সকাল ১১:০৭:০০

‘রাঙ্গামাটি পর্যটন উন্নয়নের জাতীয় মডেলে পরিণত হওয়ার সক্ষমতা রাখে’

গোবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেছেন, রাঙ্গামাটি বাংলাদেশের দায়িত্বশীল পর্যটন উন্নয়নের একটি জাতীয় মডেলে পরিণত হওয়ার সক্ষমতা রাখে।

Ad

তিনি বলেন, পর্যটনকে কেবল গন্তব্যভিত্তিক কর্মকাণ্ড হিসেবে নয়, বরং একটি সামগ্রিক উন্নয়ন প্রক্রিয়া হিসেবে বিবেচনা করা উচিত। টেকসই পরিকল্পনা, কমিউনিটির অংশগ্রহণ এবং একাডেমিক সম্পৃক্ততার মাধ্যমে রাঙ্গামাটি তার অনন্য পরিচয় অক্ষুণ্ণ রেখে বাংলাদেশের জাতীয় পর্যটন ভিশনে অর্থবহ অবদান রাখতে পারে।

Ad
Ad

১৬ জানুয়ারি শুক্রবার বেলা ৩টায় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) দুই দিনব্যাপী জাতীয় ট্যুরিজম কনফারেন্সে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান এবং প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন রাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান।

গোবিপ্রবি উপাচার্য বলেন, রাঙ্গামাটিতে পর্যটন পরিবহন, আতিথেয়তা, হস্তশিল্প এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের মাধ্যমে স্থানীয় জীবিকায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। একই সঙ্গে এটি আদিবাসী জ্ঞান, ঐতিহ্যবাহী হস্তশিল্প ও সাংস্কৃতিক উত্তরাধিকারকে তুলে ধরার সুযোগ সৃষ্টি করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




শীতে খেজুরের রস আর নিপাহ ভাইরাসের মরণফাঁদ
শীতে খেজুরের রস আর নিপাহ ভাইরাসের মরণফাঁদ
১৭ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৩১:১৫


ঝড় তোলা সেই গানের ভিউ ১০০ কোটি ছাড়িয়েছে
ঝড় তোলা সেই গানের ভিউ ১০০ কোটি ছাড়িয়েছে
১৭ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:১৭:২৪






Follow Us