অডিওস্কোপ: ঢাকা থেকে পপ-রকের উদীয়মান শক্তি
নিজস্ব প্রতিবেদক : ২০২৪ সালে গঠিত ঢাকা-ভিত্তিক পপ-রক ব্যান্ড অডিওস্কোপ দক্ষিণ এশিয়ার সঙ্গীত জগতে নিজেদের আগমন ঘোষণা করেছে। ঋভু আনন (প্রধান ভোকাল, গিটার), আবির রায় (ড্রামস), তুষার কান্তি (গিটার) এবং সাদবি (বেস)-এর সমন্বয়ে গঠিত এই ব্যান্ডটি হৃদয়স্পর্শী গীত এবং আধুনিক পপ-রকের সংমিশ্রণে একটি স্বতন্ত্র সাউন্ড তৈরি করেছে।তাদের আবেগঘন সঙ্গীত ভালোবাসা, সম্পর্ক এবং তারুণ্যের আবেগের মতো সর্বজনীন বিষয় নিয়ে গঠিত। ব্যান্ডটি তাদের আধুনিক ভিজুয়াল আইডেন্টিটি ও আকর্ষণীয় মঞ্চ উপস্থিতির মাধ্যমে পপ-রক ধারাকে নতুন করে সংজ্ঞায়িত করতে চাইছে।অডিওস্কোপের কিছু গান ইতোমধ্যেই তাদের অফিসিয়াল ফেইসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে রিলিজ হয়েছে। নতুন আরও কিছু গান রিলিজের পরিকল্পনা চলছে। ব্যান্ডের সকল সাম্প্রতিক আপডেট এই প্ল্যাটফর্মগুলিতে পাওয়া যাবে।