• ঢাকা
  • |
  • রবিবার ৫ই মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৩৫:১১ (18-Jan-2026)
  • - ৩৩° সে:
বিয়ে করলেই ১৬ লাখ টাকা অনুদান, সন্তান হলে হবে দিগুণ

বিয়ে করলেই ১৬ লাখ টাকা অনুদান, সন্তান হলে হবে দিগুণ

আন্তর্জাতিক ডেস্ক: পরিবার গঠনের ওপর উৎসাহ দিতে প্রতিষ্ঠানের কর্মীদের ৫০ হাজার দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ লাখ টাকা) অনুদান দেয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান।আল হাবতুর গ্রুপে কর্মরত আমিরাত নাগরিকদের জন্য এই অনুদানের ঘোষণা দিয়েছেন দুবাইয়ের ধনকুবের ও আল হাবতুর গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খালাফ আল হাবতুর। এমনকি বিয়ের পরবর্তী ২ বছরের মধ্যে সন্তান জন্ম দিলে এই অনুদান দিগুণ করা হবে বলে জানিয়েছেন তিনি।সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে এ ঘোষণা দেন আল হাবতুর গ্রুপের প্রতিষ্ঠাতা। পোস্টে তিনি বলেন, ‘বিবাহ ও পরিবার গড়ে তোলা শুধুমাত্র ব্যক্তিগত বিষয় নয়, এটি সামাজিক ও জাতীয় দায়িত্ব। কারণ এর মাধ্যমে জাতি গড়ে ওঠে এবং কমিউনিটি টিকিয়ে থাকে।তিনি বলেন, আমাদের সরকার যুবসমাজকে পারিবারিক জীবন শুরু করার জন্য সহায়তা দিয়ে আসছে। তবে নাগরিকদের বিবাহ এবং পরিবার গড়ে তোলার জন্য সবার পক্ষ থেকে বাস্তব উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।দুবাইয়ের এই ধনকুবের আরও বলেন, এই পরিপ্রক্ষেতি আমি ঘোষণা করছি চলতি বছর আল হাবতুর গ্রুপে কর্মরত যে কোনো আমিরাতি যুবক বা তরুণী বিবাহ করার সিদ্ধান্ত নেবে, তাদের আমি ৫০ হাজার দিরহাম অনুদান দেব। পাশাপাশি বিয়ের পরবর্তী দুই বছরের মধ্যে সন্তান জন্ম দিলে এই সহায়তা দ্বিগুণ করা হবে।সবশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে সংযুক্ত আরব আমিরাতের জনসংখ্যা দাঁড়িয়েছে প্রায় এক কোটি ১৫ লাখে, যার মধ্যে স্থানীয় নাগরিকদের হার প্রায় ১৫ শতাংশ।দেশটির ফেডারেল এবং স্থানীয় সরকার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নাগরিকদের আর্থিকভাবে সহায়তা করে আসছে এবং সরকারি ও বেসরকারি খাতের অর্থনৈতিক বিষয়ে তাদের ভূমিকা বাড়াতে কাজ করছে। সূত্র: খালিজ টাইমস