• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা আশ্বিন ১৪৩২ রাত ০৮:৩৩:৪৯ (19-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

টেকনাফের পাহাড় থেকে নারী-শিশুসহ ৬৬ জন উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের পাহাড়ে রাতের আঁধারে অভিযান চালিয়ে অপহরণের শিকার নারী ও শিশু  ৬৬ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড।১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে এ অভিযান চালানো হয়। উদ্ধার হওয়াদের মধ্যে পুরুষ ২২ জন, নারী ২৩ জন ও শিশু ২১ জন। তাদের মধ্যে অনেকেই রোহিঙ্গা, তবে বাংলাদেশি নাগরিকও আছেন।জানা যায়, সমুদ্রপথে ট্রলারযোগে মালয়েশিয়ায় পাচারের জন্য নানা প্রলোভনের মাধ্যমে এসব লোকজনকে টেকনাফ নিয়ে আসা হয়। তারপর সংঘবদ্ধ অপহরণকারী ও মানবপাচারকারী চক্র গহীন পাহাড়ে এনে তাদের বন্দি করে রাখে। অস্ত্রের মুখে জিম্মি করে এবং বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে অর্থ আদায় করা হয়।কোস্টগার্ড জানায়, উদ্ধার হওয়া নারী-পুরুষ ও শিশুদের তথ্য সংগ্রহ করার পাশাপাশি চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। উদ্ধারকৃতদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে হস্তান্তর করা হবে।