• ঢাকা
  • |
  • রবিবার ১৪ই পৌষ ১৪৩২ সন্ধ্যা ০৬:৪৭:০৬ (28-Dec-2025)
  • - ৩৩° সে:
কাউনিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ২

কাউনিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ২

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়া ও আরপিএমপি থানা পুলিশের পৃথক ডেভিল হান্ট অভিযানে মৎস্যজীবী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।২৮ ডিসেম্বর রোববার ২ জনকে জেলা পুলিশের সদর থানা এবং রংপুর মেট্টোপলিটন সদর থানায় পৃথক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।গ্রেফতাররা হলেন, কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের গের্দ্দবালাপাড়া গ্রামের আকবর আলী ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক নাজির হোসেন মিঠু (২৮) এবং হারাগাছ পৌর শহরের সারাই আমবাগান এলাকার মৃত আবুল হাসান চেয়ারম্যানের ছেলে ও পৌর মৎস্যজীবী লীগের সভাপতি জাকিরুল হাসান সোহেল (৪১)।তথ্যের সত্যতা নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক জানান, ‘জেলা পুলিশের সদর থানায় ১৭ নভেম্বর রুজু হওয়া সন্ত্রাস বিরোধী মামলার আসামি নাজির হোসেন মিঠু। তাকে গত শনিবার রাত সাড়ে নয়টার দিকে পুলিশ অভিযান চালিয়ে আরাজি হরিশ্বর শান্ত বাজার এলাকা থেকে আটক করে। রোববার তাকে রংপুর আদালতে পাঠানো হয়েছে।অপরদিকে রংপুর মেট্টোপলিটন সদর থানা পুলিশ জানায়, ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামি জাকিরুল হাসান সোহেল। তাকে শনিবার সন্ধ্যায় সদর থানা পুলিশ অভিযান চালিয়ে সারাই আমবাগান এলাকা থেকে আটক করে। রোববার তাকে রংপুর আদালতে পাঠানো হয়েছে।’