• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ দুপুর ০২:২২:৫০ (22-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

শাহবাগ অবরোধকারীদের সরিয়ে দিল পুলিশ

নিজস্ব প্রতিবেদক: ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে রাজধানীর শাহবাগ মোড় অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।  ১ আগস্ট  সন্ধ্যায় পুলিশ সদস্যরা তাদের শাহবাগ মোড় থেকে সরিয়ে দেন।একইসঙ্গে তাদের মঞ্চটিও অপসারণ করা হয়। গত ৩১ জুলাই বৃহস্পতিবার থেকে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে একটি পক্ষ শাহবাগ মোড় অবরোধ করে রাখে।শুক্রবার বিকেলে ‘জুলাই যোদ্ধাদের’ আরেকটি পক্ষ অবরোধের বিরোধিতা করলে তাদের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। পরে সংঘাত এড়াতে পুলিশ উভয়পক্ষকে শাহবাগ মোড় থেকে সরিয়ে দেয়।অবরোধের বিরোধিতাকারী ‘জুলাই যোদ্ধারা’ সাংবাদিকদের বলেন, প্রকৃত জুলাই যোদ্ধারা সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করতে পারেন না। কিন্তু জুলাই যোদ্ধা পরিচয়ে কিছু মানুষ শাহবাগ মোড় অবরোধ করে সাধারণ মানুষদের হেনস্তা করছেন। আমরা এর প্রতিবাদ জানাই।