বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অ্যাটকো পরিবারের গভীর শোক
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) পরিবার গভীর শোক প্রকাশ করেছে।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সংগঠনটির সভাপতি অঞ্জন চৌধুরীর পক্ষ থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শোক জানানো হয় ।বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অকাল মৃত্যুতে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) পরিবার গভীরভাবে শোকাহত। অ্যাটকোর পক্ষ থেকে তাঁর আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করছি এবং একই সাথে পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।উল্লেখ্য, উল্লেখ্য, বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।