উদ্যোক্তা তৈরিতে আনসার-ভিডিপির ‘সঞ্জীবন’ প্রকল্প বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কল্যাণমূলক উদ্যোগ ‘সঞ্জীবন প্রকল্প’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা আজ বুধবার (২৪ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির বীর বিক্রম শহীদ এলাহী অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মশালাটি বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের আওতায় পরিচালিত হয়।কর্মশালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি ‘সঞ্জীবন প্রকল্প’-এর লক্ষ্য, বাস্তবায়ন কাঠামো এবং এর মাধ্যমে আনসার-ভিডিপি সদস্যদের আর্থসামাজিক উন্নয়নের সম্ভাবনা তুলে ধরেন।মহাপরিচালক তাঁর বক্তব্যে বলেন, “সঞ্জীবন প্রকল্প আনসার ও ভিডিপি সদস্যদের মধ্য থেকে দক্ষ, কর্মঠ ও উদ্যোক্তা হতে আগ্রহী ব্যক্তিদের নির্বাচন করে টেকসই কর্মসংস্থান সৃষ্টির একটি সময়োপযোগী উদ্যোগ। সুবিধাবঞ্চিত সদস্যদের স্বাবলম্বী করে তুলতেই দেশের ১২টি জেলার ১২টি উপজেলায় এই প্রকল্পের পাইলটিং কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।”তিনি প্রকল্প সংশ্লিষ্ট সকলকে কাজের লক্ষ্য, উদ্দেশ্য ও অর্জনের সূচক সম্পর্কে স্পষ্ট ধারণা রাখার ওপর গুরুত্বারোপ করেন।তিনি আরও বলেন, দায়িত্ব পালনের প্রতিটি ধাপই এক ধরনের বিনিয়োগ। পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলেই চাকরি জীবনের সর্বোত্তম বিনিয়োগ নিশ্চিত হয়। প্রতিটি কর্মকাণ্ড স্বচ্ছ, প্রশ্নাতীত ও সর্বজনগ্রাহ্য হতে হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।মহাপরিচালক উল্লেখ করেন, ‘সঞ্জীবন প্রকল্প’-এর পরিকল্পনা প্রণয়ন থেকে শুরু করে উপকারভোগী নির্বাচন পর্যন্ত প্রতিটি ধাপ সুসংগঠিত ও সুনির্দিষ্ট। সম্ভাব্য চ্যালেঞ্জ চিহ্নিত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় কৌশল ইতোমধ্যে নির্ধারণ করা হয়েছে, যা প্রকল্পটির দীর্ঘমেয়াদি সাফল্য নিশ্চিত করবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।কর্মশালায় প্রকল্পভিত্তিক পৃথক সেশন পরিচালনা করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। উপমহাপরিচালক (প্রশিক্ষণ) মো. রফিকুল ইসলাম সঞ্জীবন প্রকল্পের প্রস্তাবনা দাখিল প্রক্রিয়া ও সদস্য নির্বাচন কৌশল বিষয়ে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন।নন-এগ্রোবেজড কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন ২৭ আনসার ব্যাটালিয়নের পরিচালক রুবেল উকিল। তিনি সদস্যদের দক্ষতা অনুযায়ী প্রকল্প নির্বাচন, বাস্তবায়ন পদ্ধতি এবং সম্ভাবনাময় উদ্যোক্তা উদ্যোগ সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।অপরদিকে, এগ্রোবেজড প্রকল্প বিষয়ে বক্তব্য রাখেন ২ মহিলা আনসার ব্যাটালিয়নের পরিচালক ড. মোস্তারী জাহান ফেরদৌস। তিনি কৃষিভিত্তিক উদ্যোগের মাধ্যমে টেকসই আয় সৃষ্টি, নারীর ক্ষমতায়ন এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেন।কর্মশালার একটি গুরুত্বপূর্ণ মোটিভেশনাল সেশন পরিচালনা করেন দেশের খ্যাতনামা উদ্যোক্তা ও ‘নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদ। তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্য অংশগ্রহণকারীদের উদ্যোক্তা মনোভাব গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে।দিনব্যাপী কর্মশালায় প্রকল্প প্রস্তাবনা দাখিল, সদস্য নির্বাচন কৌশল, মডেল প্রকল্প উপস্থাপন, উদ্যোক্তা উন্নয়নের ভবিষ্যৎ সম্ভাবনা এবং সমস্যা মোকাবিলায় দলগত সমাধান পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের সক্রিয় মতবিনিময়ের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি ঘটে।এ সময় প্রকল্প সংশ্লিষ্ট আনসার-ভিডিপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।