• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১১ই পৌষ ১৪৩২ বিকাল ০৪:৪১:১৪ (25-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

জামায়াতের সঙ্গে জোট হলে বিলীন হবে এনসিপি: আব্দুল কাদের

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে যাচ্ছে বলে দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। তার মতে, এই সিদ্ধান্তের মাধ্যমে তারুণ্যের রাজনীতির অবসান ঘটবে এবং কার্যত এনসিপি জামায়াতের ভেতরে বিলীন হয়ে যাবে।আজ ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব মন্তব্য করেন তিনি।বিলুপ্ত গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আহ্বায়ক আব্দুল কাদের লেখেন, এনসিপি অবশেষে জামায়াতের সঙ্গে সরাসরি জোট বাঁধতে যাচ্ছে। এতে সারাদেশের মানুষের পাশাপাশি দলের নেতাকর্মীদের আশা-আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে গুটিকয়েক নেতার স্বার্থে আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামীকাল এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলেও উল্লেখ করেন তিনি।স্ট্যাটাসে তিনি আরও দাবি করেন, জামায়াতের কাছ থেকে এনসিপি শুরুতে ৫০টি আসন চাইলেও শেষ পর্যন্ত দরকষাকষি শেষে ৩০টি আসনে সমঝোতা হয়েছে। শর্ত অনুযায়ী, বাকি ২৭০ আসনে এনসিপি কোনো প্রার্থী দেবে না এবং সেসব আসনে জামায়াতকে সহযোগিতা করবে।আব্দুল কাদেরের অভিযোগ, জোটের অংশ হিসেবে জামায়াত প্রতি আসনে এনসিপিকে দেড় কোটি টাকা নির্বাচনি খরচ হিসেবে দেবে। এছাড়া ৩০টি আসনের প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে জামায়াতের আস্থাভাজন নাসীরুদ্দীন পাটওয়ারী এবং জামায়াতের পক্ষ থেকে আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে। এই দুজনের সমন্বয়েই এনসিপির প্রার্থীরা নির্ধারিত হবে বলে তিনি দাবি করেন।তিনি আরও বলেন, ছোটন গ্রুপের সঙ্গে নাহিদ ইসলামের আরেক দফা সমঝোতা হয়েছে। ওই সমঝোতা অনুযায়ী, পশ্চিমারা প্রধানমন্ত্রী বা বিরোধীদলীয় নেতা হিসেবে জামায়াতকে চায় না। সে কারণে নির্বাচনে জিতলে নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী এবং বিরোধী দলে গেলে বিরোধীদলীয় নেতা হবেন।সবশেষে আব্দুল কাদের লেখেন, অনেক তরুণ নিজেদের ক্যারিয়ার ও পরিবার ছেড়ে দেশের জন্য এগিয়ে এসে যে স্বপ্ন দেখেছিল, নাহিদ ইসলামরা সেই স্বপ্নকে ধ্বংস করে দিয়েছেন।