• ঢাকা
  • |
  • সোমবার ৭ই পৌষ ১৪৩২ ভোর ০৫:০১:০৫ (22-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

খাগড়াছড়িতে ৪০ জনকে আর্থিক সহায়তা সেনাবাহিনীর

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলার আর্ত মানবতার সেবায় মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি বিভিন্ন খাতে ৪০ জন উপকারভোগীর মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।খাগড়াছড়ি রিজিয়ন সূত্রে জানা যায়, এ সহায়তার আওতায় অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা ব্যয়, অসচ্ছল পরিবারের ঘর নির্মাণ, ছেলেমেয়েদের লেখাপড়া ও প্রাইভেট শিক্ষার খরচ, মাদ্রাসা ও এতিমখানায় অনুদান, প্রতিবন্ধীদের আর্থিক সহায়তা, শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ এবং বড়দিন উপলক্ষে সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে।সম্প্রতি খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তরে রিজিয়ন কমান্ডারের পক্ষে উপকারভোগীদের হাতে এসব আর্থিক সহায়তা তুলে দেন জিএসও-২ মেজর কাজী মোস্তফা আরেফিন।এ সময় তিনি বলেন,‘খাগড়াছড়ি রিজিয়ন নিয়মিতভাবে আর্ত মানবতার সেবায় নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের প্রয়োজন বিবেচনায় শিক্ষা, চিকিৎসা, প্রতিবন্ধীদের সহায়তা এবং গৃহহীনদের বসতঘর নির্মাণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।’তিনি আরও জানান, পাহাড়ের সাধারণ মানুষের পাশে থেকে মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে খাগড়াছড়ি রিজিয়নের এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।