মহাকাশ ফেরত ইঁদুর জন্ম দিল ৪টি বাচ্চা
আন্তর্জাতিক ডেস্ক: চীনের মহাকাশ স্টেশনে সম্প্রতি পাঠানো চারটি ইঁদুরের মধ্যে একটি মেয়ে ইঁদুর পৃথিবীতে স্বাভাবিকভাবে সন্তান জন্ম দিতে সক্ষম হয়েছে।ভবিষ্যতে মহাকাশ ভ্রমণ কী স্বাভাবিক জীবনধারায় প্রভাব ফেলবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে চীনের মহাকাশ স্টেশন থিয়ানকংয়ে পাঠানো হয়েছিল চারটি ইঁদুর। তাতে মিলল আশাব্যঞ্জক খবর। চারটি ইঁদুরের মধ্যে একটি স্ত্রী ইঁদুর সুস্থভাবে ছানার জন্ম দিয়েছে।চাইনিজ অ্যাকাডেমি অব সায়েন্সেসের (সিএএস) অধীন স্পেস ইউটিলাইজেশন প্রযুক্তি ও প্রকৌশল কেন্দ্র জানিয়েছে, শেনচৌ-২১ নভোযানে করে গত ৩১ অক্টোবর ইঁদুরগুলো মহাকাশে পাঠানো হয়। চীনের মহাকাশ স্টেশনে বিশেষভাবে তৈরি আবাসে কিছুদিন কাটানোর পর ১৪ নভেম্বর তারা পৃথিবীতে ফিরে আসে। ফেরার পর একটি স্ত্রী ইঁদুর গত ১০ ডিসেম্বর ৯টি শাবকের জন্ম দেয়। এর মধ্যে ছয়টি শাবক সুস্থভাবে বেঁচে আছে, গবেষকদের মতে যা স্বাভাবিক হার।মা ইঁদুর স্বাভাবিকভাবে ছানাদের দুধ খাওয়াচ্ছে। ছানারাও বেশ সক্রিয় ও প্রাণবন্ত। ওই মিশনে কিছু অপ্রত্যাশিত চ্যালেঞ্জও ছিল। শেনচৌ-২০ মিশনের সময়সূচিতে পরিবর্তনের কারণে ইঁদুরদের পৃথিবীতে ফেরানোর সময় পিছিয়ে যায়, ফলে মহাকাশে থাকা অবস্থায় তাদের খাদ্য সংকটও দেখা দেয়।দ্রুত বিকল্প ব্যবস্থা নেন চীনা বিজ্ঞানীরা। ওই সময় ইঁদুরদের পানির জোগান নিশ্চিত করা হয় এবং খাদ্যের ক্ষেত্রে সয়াবিন দুধকে সাময়িক বিকল্প হিসেবে বেছে নেওয়া হয়।সিএএস-এর প্রাণিবিদ্যা ইনস্টিটিউটের গবেষক ওয়াং হংমেই বলেন, ‘স্বল্পমেয়াদি মহাকাশ ভ্রমণ ইঁদুরের প্রজনন সক্ষমতায় নেতিবাচক প্রভাব ফেলেনি।’ পুরো সময়জুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর পর্যবেক্ষণ ব্যবস্থা ইঁদুরগুলোর চলাচল, খাওয়া ও ঘুমে নজর রেখেছিল। গবেষকরা এখন ইঁদুর ছানাগুলোর বেড়ে ওঠা ও শারীরবৃত্তীয় পরিবর্তন পর্যবেক্ষণ করবেন।