দেশে নারী নির্যাতন কমেনি, বরং বেড়েই চলেছে: উপদেষ্টা শারমীন
নিজস্ব প্রতিবেদক: দেশে নারীর প্রতি সহিংসতা কমেনি, বরং বেড়েই চলেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ২৪ নভেম্বর সোমবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।শারমীন এস মুরশিদ বলেন, ‘রাজনৈতিক শাসকরা নানা রাজনৈতিক স্বার্থে মেয়েদের ওপর জুলুম করে। যেমন- জমি দখল করতে গেলে নারী ও শিশুকে নির্যাতন করা হয় যাতে সংশ্লিষ্ট পরিবারগুলো সরে যায়। নির্বাচনের পক্ষে সুবিধা পেতে কোনো কমিউনিটি বা নারীদের সহিংসতার মধ্যে ফেলা হয়। এতে রাজনৈতিক উদ্দেশ্যে যারা এই ঘটনাগুলো ঘটায়, তাদের লাভ হয়।’তিনি আরও বলেন, ‘একটি আলোকিত সমাজে নারী ও শিশুদের প্রতি যে সম্মান থাকে, তা ভেঙে গেলে সমাজও ভাঙতে শুরু করে। গত ১৬-১৭ বছরে আমি এমন চরম পরিস্থিতি দেখেছি, যেখানে স্বৈরাচারী পরিবেশ এবং সংস্কৃতির গভীরে নারীকে অসম্মান করা গ্রহণযোগ্য হয়ে গেছে। এমন সমাজ ভয়ঙ্কর অবস্থায় পৌঁছে যায়।’উপদেষ্টা আরও বলেন, ‘একটি দেশকে বিচার করা উচিত সে দেশের নারী ও শিশুর অবস্থান দেখে। অসভ্য সমাজে নারী-শিশু নির্যাতন ঘটতে দেয়া হয়।’তিনি জুলাই গণঅভ্যুত্থানের উদাহরণ দিয়ে বলেন, ‘মেয়েরা প্রমাণ করেছে দেশের সংকটে তারা কতটা বলিষ্ঠ এবং দুঃসাহসী।’ তিনি জানান, দেশের যেকোনো জায়গায় নারী ও শিশু নির্যাতনের ঘটনা ২৪ ঘণ্টার মধ্যে জানা এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় কুইক রেসপন্স স্ট্র্যাটেজি অনুসরণ করছে।শারমীন মুরশিদ আরও জানান, ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ আগামী ২৫ নভেম্বর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে উদ্বোধন করা হবে।