• ঢাকা
  • |
  • সোমবার ১৭ই অগ্রহায়ণ ১৪৩২ রাত ০৮:৩১:৫৬ (01-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

বিশ্ব এইডস দিবস আজ

স্বাস্থ্য ডেস্ক: প্রতি বছর ১লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালিত হয়। এইচ আইভি ভাইরাস থেকে সৃষ্ট এইডস রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এই রোগে যারা প্রাণ হারিয়েছেন, তাদের স্মরণ করাই এই দিনটির মূল লক্ষ্য।১৯৮৮ সাল থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর উদ্যোগে প্রতি বছর এই দিনটি পালিত হয়ে আসছে। এটি বিশ্ব জনস্বাস্থ্য সচেতনতার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক চিহ্নিত আটটি বিশেষ দিনের মধ্যে অন্যতম।২০২৫ সালের প্রতিপাদ্য ‘চ্যালেঞ্জ পেরিয়ে, নতুনভাবে এইডস প্রতিরোধ গড়ে তোলা’। এই বার্তার বিষয়বস্তু হলো, সাম্প্রতিক অর্থনৈতিক সংকট, যুদ্ধ, জলবায়ুজনিত দুর্যোগ এবং স্বাস্থ্য খাতে অর্থের ঘাটতি আমাদের অগ্রগতিকে ধীর করে দিয়েছে। তবে আমরা চাইলে আরও শক্তিশালী ও আধুনিক এইডস প্রতিরোধ ব্যবস্থা তৈরি করতে পারি।বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, ২০২৪ সালের শেষে বিশ্বজুড়ে প্রায় ৪ কোটি ৮ লাখ মানুষ এইচআইভি নিয়ে বেঁচে ছিলেন। একই বছরে ১৩ লাখ নতুন সংক্রমণ এবং প্রায় ৬ লাখ ৩০ হাজার মানুষের মৃত্যু ঘটে এইডস সংক্রান্ত জটিলতায়। যদিও এই সংখ্যা আগের দশকের তুলনায় অনেক কমেছে, তবুও এখনও প্রায় ৯২ লাখ মানুষ প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা পাচ্ছে না।বিশেষ করে শিশু, কিশোর-কিশোরী, অন্তঃসত্ত্বা নারী এবং সমাজের প্রান্তিক জনগোষ্ঠী সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। এতে বোঝা যায়, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য এখনও আমাদের সবচেয়ে বড় বাধা।বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ দিবসটি পালন করা হচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সেমিনার ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে।বিশ্ব এইডস দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় যে, এইচআইভি বা এইডস একটি জনস্বাস্থ্য সংকট হিসেবে এখনও বিদ্যমান। এই রোগের বিরুদ্ধে লড়াইয়ে সচেতনতা, বৈষম্য দূর করা এবং আক্রান্তদের পাশে দাঁড়ানো খুব গুরুত্বপূর্ণ।