একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন অবাস্তব: এটিএম আজহারুল
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলে জনগণের মাঝে সমস্যা সৃষ্টি হতে পারে, অনেক ভুলভ্রান্তি হতে পারে। একই দিনে গণভোট ও নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় যদি কোনো সমস্যার সৃষ্টি হয় তবে এর দায়ভার সরকারকেই বহন করতে হবে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম।২ ডিসেম্বর মঙ্গলবার সকালে ফরিদপুরের সদরপুর উপজেলার আমিরাবাদ গ্রামে প্রয়াত জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার কবর জিয়ারত শেষে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এসময় তিনি আরও বলেন, একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন অবাস্তব। আমরা সরকারকে অনুরোধ করবো যাতে এ ব্যাপারে পুনরায় বিবেচনা করে দেখে।জামায়াতে ইসলামীর ফরিদপুর জেলা আমীর মুহাম্মদ বদরুদ্দীনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ দেলোয়ার হোসাইন, ফরিদপুর-৪ আসনের জামায়াত সমর্থিত এমপি প্রার্থী মো. সরোয়ার হোসাইন প্রমুখ।