• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩২ রাত ০৯:৩৯:৪৫ (03-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

চুয়াডাঙ্গায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মাহফিল

চুয়াডাঙ্গা প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চুয়াডাঙ্গায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।৩ ডিসেম্বর চুয়াডাঙ্গা জেলাবাসীর আয়োজনে স্থানীয় টাউন ফুটবল মাঠে বাদ আসর এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এসময় বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফ, বিশিষ্ট শিল্পপতি সাহেদুজ্জামান টরিক। উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপি নেতা খন্দকার আব্দুল জব্বার সোনা, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু ও খালিদ মাহমুদ মিল্টন, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাবু, জেলা মহিলাদলের সভানেত্রী রউফুন নাহার রিনা, জেলা যুবদলের সভাপতি আব্দুর রশিদ ঝন্টু, সাধারণ সম্পাদক শরীফুর জামান সিজার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল মোমিন মালিথাসহ জেলা উপজেলা পৌর ও ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি, যুবদল শ্রমিকদল, কৃষকদল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মী বৃন্দ। এসময় হাজার হাজার সাধারণ মানুষ ছাড়াও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।শেষে দোয়া পরিচালনা করেন চুয়াডাঙ্গা বড়বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি জুনায়েদ আল হাবিবী।