• ঢাকা
  • |
  • বুধবার ২৪শে পৌষ ১৪৩২ দুপুর ০১:০৭:১৬ (07-Jan-2026)
  • - ৩৩° সে:
মানিকগঞ্জে বোতলজাত এলপিজির দুই পরিবেশককে দেড় লাখ টাকা জরিমানা

মানিকগঞ্জে বোতলজাত এলপিজির দুই পরিবেশককে দেড় লাখ টাকা জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে অতিরিক্ত দামে বোতলজাত এলপিজি বিক্রি ও ক্রেতাদের পাকা রশিদ না দেওয়ার অভিযোগে দুই পরিবেশককে মোট দেড় লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।৫ জানুয়ারি সোমবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের বেওথা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেসার্স মিলেনিয়াম ট্রেডার্সকে ১ লাখ টাকা এবং মেসার্স রাইয়ান ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মানিকগঞ্জের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আসাদুজ্জামান রুমেল এ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রেতাদের পাকা রশিদ সরবরাহ না করার প্রমাণ পাওয়া যায়।এ বিষয়ে আসাদুজ্জামান রুমেল বলেন, সরকার নির্ধারিত দামের বাইরে গিয়ে এলপিজি বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। কেউ যদি অতিরিক্ত দামে পণ্য বিক্রি বা ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।অভিযানকালে জেলা কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সভাপতি সামসুন্নবি তুলিপসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জেলাজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।