• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ বিকাল ০৩:১৮:৪৩ (22-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

সাতক্ষীরায় চোরাই পথে আসা কোটি টাকার ভারতীয় ওষুধ জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা এক কোটি ২০ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধভাবে ভারতীয় ঔষধ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।২০ সেপ্টেম্বর শনিবার সকালে এ তথ্য জানান কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসীর ইবনে মহসিন।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে কোস্ট গার্ড সদস্যরা শ্যামনগর থানার মীরগ্যাং এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা এক কোটি ২০ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের ঔষধ জব্দ করা হয়।তিনি আরও বলেন, জব্দকৃত ঔষধের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।