• ঢাকা
  • |
  • শনিবার ২৪শে কার্তিক ১৪৩২ রাত ০৯:১৭:৪২ (08-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

প্রেম নিয়ে যে টিপস দিলেন কোয়েল

বিনোদন ডেস্ক: টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। তার অনুরাগীর সংখ্যাও অগণিত। অভিনয়ের পাশাপাশি তার ব্যবহার, তার ব্যক্তিগত জীবন সবটাই থাকে চর্চায়। তবে প্রেম বা ব্যক্তিগত জীবন নিয়ে নায়িকাকে খুব একটা কথা বলতে দেখা যায় না।এই বিষয়টি তিনি লাইমলাইট থেকে একটু দূরেই রাখেন। কিন্তু এবার তিনি নতুন প্রজন্মদের ভক্তদের দিলেন প্রেম নিয়ে বিশেষ টিপস। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে কোয়েল বলেন, ‘সম্পর্ক দুই মিনিটে তৈরি হয়ে যাওয়া নুডুলসের মতো নয়।’তার কথায়, ‘এরকম নয় যে প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত খুব সুন্দর হবে, খুব খুশির হবে বা হ্যাপেনিং হবে। একটা সম্পর্ক মানে একটা কথা দেওয়া, কমিটমেন্ট। সেই কমিটমেন্টের মধ্যে একটা পবিত্রতা থাকে, একটা লয়াল্টি থাকে।’অভিনেত্রীর ভাষ্যে, ‘তাই জামা কাপড় বদলানোর মতো এটা ভালো লাগছে না তো ওটা। লাল জামাটা অনেক দিন পড়া হয়ে গিয়েছে আর ভালো লাগছে না তো নীল জামাটা পরি, সম্পর্ক বিষয়টা কিন্তু সে রকম নয়। হয়তো আমি একটু পুরানোপন্থি, আর আমি ও ভাবেই ভালোবাসতে ভালোবাসি।’প্রসঙ্গত, ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি নিসপাল সিং রানেকে বিয়ে করেন কোয়েল। ২০২০ সালে কোয়েল ও নিসপালের প্রথম সন্তান ছেলে কবীরের জন্ম হয়।