• ঢাকা
  • |
  • রবিবার ১৪ই পৌষ ১৪৩২ রাত ১০:০২:০৯ (28-Dec-2025)
  • - ৩৩° সে:
বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন গোলাম আকবর খন্দকার

বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন গোলাম আকবর খন্দকার

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম–৬ (রাউজান) আসনে প্রার্থী পরিবর্তন করেছে বিএনপি। আসনটিতে দলের প্রাথমিক মনোনয়ন পাওয়া গিয়াস কাদের চৌধুরীকে সরিয়ে বিএনপির কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য ও উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন।মনোনয়ন ঘোষণার পর থেকেই এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় গোলাম আকবর খন্দকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।তিনি বলেন, “চট্টগ্রাম-৬(রাউজান) আসনের জনগণের প্রত্যাশা পূরণ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমি দৃঢ়ভাবে কাজ করে যাব। দলের দেওয়া দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবো।”