• ঢাকা
  • |
  • বুধবার ৮ই মাঘ ১৪৩২ রাত ১০:১৬:৪৬ (21-Jan-2026)
  • - ৩৩° সে:
চমেকহা ২৩ বেডের সিসিইউ’রর উদ্বোধন করলেন চসিক মেয়র

চমেকহা ২৩ বেডের সিসিইউ’রর উদ্বোধন করলেন চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক: ত্বরিকা-ই মাইজভাণ্ডারীয়ার প্রবর্তক গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.)’র দ্বিশততম জন্মবার্ষিকী ও ১২০তম উরস শরীফ উপলক্ষে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের অর্থায়নে সোয়া দুই কোটি টাকা ব্যয়ে সংস্কার ও আধুনিকায়নকৃত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)’র উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, এই আধুনিক সিসিইউতে বেড সংখ্যা ১৫ থেকে ২৩ বেডে উন্নীতকরণ, প্রথমবারের মতে সিসিইউতে সেন্ট্রাল মনিটর সিস্টেম চালু করা, ২৪টি অত্যাধুনিক পেশেন্ট বেড, ২৩টি পেশেন্ট মনিটর, ৪০ টি ইনফিউশন পাম্প, ৬টি টেম্পোরারি পেসমেকার মেশিন, ১টি ইকো মেশিন, ২টি ইসিজি মেশিন, ২টি ট্রলি বেড, ১৫টি হুইল চেয়ার, ২টি ক্র্যাশ কার্ট ট্রলি, অত্যাধুনিক এসি, মেডিসিন স্টোরেজ রুম, ডক্টরস স্টেশন, নার্স স্টেশন, ইসিজি রুম, পেশেন্ট রিসিভিং রুম সহ আধুনিক সুযোগ সুবিধাসম্পন্ন সিসিইউ হিসেবে গড়ে তোলা হয়েছে।বৃহত্তর চট্টগ্রামের কোটি মানুষের জন্য এই আধুনিক সিসিইউ হৃদরোগীদের সেবার দেওয়ার ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচন করবে। তিনি এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আবদুর রব, হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান ডা. নূর উদ্দিন তারেক, নেফ্রোলজী বিভাগের বিভাগীয় প্রধান ডা. নুরুল হুদা চৌধুরী, শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক:) ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর, শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক:) ট্রাস্টের উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ জসীমউদ্দিন, হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ইব্রাহীম চৌধুরী, ডা. আনিসুল আউয়াল, হৃদরোগ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ডা. মনজুর মোর্শেদ, চট্টগ্রাম কিডনী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কামালুর রহমান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. ইলিয়াছ চৌধুরী , চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. রুমা দে, ড্যাব নেতৃবৃন্দের মধ্যে সাবেক সাধারণ সম্পাদক বিএমএ ডা. খুরশিদ জামিল চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল ড্যাব সভাপতি অধ্যাপক ডা. জসিম উদ্দিন, চট্টগ্রাম জেলা ড্যাব সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ, চট্টগ্রাম জেলা ড্যাব সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালী, এনডিএফ নেতৃবৃন্দের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ এনডিএফ সভাপতি ডা. মাহমুদুর রহমান, এনডিএফ সাধারণ সম্পাদক ডা. এস এম কামরুল হক, ট্রাস্টের প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানভীর হোসাইন।ডা. কাজী শামীম আল মামুনের সঞ্চালনায় ট্রাস্টের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে প্রেজেন্টেশন করেন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. সাইফুদ্দিন মাহমুদ এবং সিসিইউ সম্পর্কে ব্রিফিং করেন হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. এস এম ইফতেখারুল ইসলাম।