• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে অগ্রহায়ণ ১৪৩২ ভোর ০৪:৪১:২২ (14-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার, ৯ চেকপোষ্টে তল্লাশি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: রাজধানী সংলগ্ন নারায়ণগঞ্জ জেলার নয়টি কৌশলগত স্থানে বিশেষ চেকপোস্ট স্থাপন করে টহল ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে পুলিশ।১৩ ডিসেম্বর শনিবার সকাল থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় এই নিরাপত্তা ব্যবস্থা চলছে।নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের তথ্য মতে, সদর থানায় ১টি (চর সৈয়দপুর শীতলক্ষা ব্রিজ-এর সম্মুখে), ফতুল্লা থানায় ১টি (সাইনবোর্ড এলাকা), সিদ্ধিরগঞ্জ থানায় ১টি (শিমরাইল ডেমরা রাস্তার মাথায়), বন্দর থানায় ১টি (মদনপুর বাস স্ট্যান্ড), রূপগঞ্জ থানায় ২টি (বালু ব্রিজ এবং সোমু মার্কেট), আড়াইহাজার থানায় ২টি (বান্টি বাজার এবং রামচন্দ্রদী ব্রিজের উপর), সোনারগাঁ থানায় ১টি (মেঘনা টোল প্লাজার সামনে) মোট ৯টি চেকপোস্টে নজরদারি এবং তল্লাশি চলছে।স্থানীয় পর্যবেক্ষকদের মতে, রাজনৈতিক অঙ্গনের কোনো ব্যক্তির ওপর হামলার ঘটনার পর দ্রুত ও ব্যাপক এই নিরাপত্তা জোরদারকরণ সাধারণ মানুষের মাঝে নিরাপত্তাবোধ তৈরির পাশাপাশি সম্ভাব্য উত্তেজনা প্রশমনে সহায়ক হবে।নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধ প্রতিরোধে গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানও ত্বরান্বিত করা হয়েছে।