• ঢাকা
  • |
  • রবিবার ১৪ই পৌষ ১৪৩২ সন্ধ্যা ০৬:৩৮:৫৫ (28-Dec-2025)
  • - ৩৩° সে:
গুলশানে বিএনপি চেয়ারপার্সন কার্যালয়ে তারেক রহমান

গুলশানে বিএনপি চেয়ারপার্সন কার্যালয়ে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গুলশানে দলের চেয়ারপার্সন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়েছে।২৮ ডিসেম্বর রোববার দুপুর ১টা ৪২ মিনিটে তারেক রহমান চেয়ারপার্সনের কার্যালয়ে পৌঁছলে বিএনপির পক্ষ থেকে তাকে অভ্যর্থনা জানানো হয়।এ সময় বিএনপি স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্য, দলের জ্যেষ্ঠ নেতা এবং কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে তারেক রহমানকে স্বাগত জানান।ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো অফিস করছেন তারেক রহমান। তিনি একটি সাধারণ চেয়ারে বসছেন।  বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ আরও অনেকে।