• ঢাকা
  • |
  • রবিবার ৮ই অগ্রহায়ণ ১৪৩২ রাত ১২:২১:১৫ (23-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

ব্রাজিলে জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ভেন্যুতে আগুন

আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩০-এর ভেন্যুতে ভয়াবহ আগুন লেগেছে। সেখান থেকে দ্রুত লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ পর্যায়ে থাকা আলোচনাও স্থগিত করতে হয়।২০ নভেম্বর বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে ব্রাজিলের বেলেম শহরে সম্মেলনস্থলের কয়েকটি প্যাভিলিয়নে আগুন লাগে। মুহূর্তেই ধোঁয়ায় ভরে ওঠে করিডরগুলো, আর উপস্থিত লোকজন চিৎকার করতে করতে বাইরে ছুটে যায়।এটি গত সপ্তাহে অ্যামাজন অঞ্চলে কপ৩০ শুরু হওয়ার পর তৃতীয় বড় ঘটনা। এর আগে সম্মেলনস্থলে দুইবারই আদিবাসী বিক্ষোভকারীদের প্রবেশ ও শান্তিপূর্ণ অবরোধের কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল।সম্মেলনের আয়োজক ব্রাজিল এবং জাতিসংঘ জলবায়ু পরিবর্তন দপ্তর এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তা বাহিনী দ্রুত ব্যবস্থা নেওয়ায় মাত্র ছয় মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।দমকল ও অ্যাম্বুল্যান্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আগুন লাগার পর বিশাল তাঁবু ও স্থায়ী কাঠামো থেকে তীব্র ধোঁয়া বের হতে থাকে, যেখানে দুই সপ্তাহের এই সম্মেলনে হাজারো কূটনীতিক, সাংবাদিক ও জলবায়ু কর্মী উপস্থিত ছিলেন।ব্রাজিলের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় ১৯ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং ২ জন উদ্বেগ-আতঙ্কে আক্রান্ত হয়েছেন।ফায়ার সার্ভিসের পরিদর্শনের পর বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে স্থানটি পুনরায় খুলে দেওয়া হয়। এএফপি-এর এক প্রতিবেদক জানিয়েছেন, সতর্কতার সঙ্গে কিছু প্রতিনিধি ভেন্যুতে প্রবেশ করতে শুরু করেন এবং খাবারের দোকানগুলোও কাজ শুরু করে।