ভেনেজুয়েলা উপকূলে ট্যাংকার জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলা উপকূল থেকে একটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কোস্টগার্ড নেতৃত্বাধীন একটি দলের অভিযানে আটক করা হয় নৌযানটি।স্থানীয় সময় ১০ ডিসেম্বর বুধবার বিকেলে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।তিনি বলেন, ‘ভেনেজুয়েলার উপকূলে একটা ট্যাংকার জব্দ করা হয়েছে। জব্দ করা ট্যাংকারগুলোর মধ্যে সবচেয়ে বড় এটা। এই মিশনে অংশ নেয় যুক্তরাষ্ট্রের দুটি হেলিকপ্টার, ১০ কোস্টগার্ড বাহিনী, ১০ মেরিনসহ বিশেষ বাহিনীর বেশ কয়েকজন সদস্য। অভিযানটির একটি ভিডিও প্রকাশ করেছে ওয়াশিংটন।’অভিযোগ উঠেছে, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভেনেজুয়েলা থেকে তেল নিয়ে ইরান যাচ্ছিলো ট্যাংকারটি। নৌযানটির নাম ‘দ্য স্কিপার’। তবে এর মালিকানার বিষয়টি খোলাসা করেনি যুক্তরাষ্ট্র।এদিকে, এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ভেনেজুয়েলা প্রশাসন। ওয়াশিংটনের বিরুদ্ধে ‘চুরি’ ও ‘আন্তর্জাতিক জলদস্যুতা’র অভিযোগ তুলে কারাকাস বলছে, ওয়াশিংটনের সব পদক্ষেপই ভেনেজুয়েলার জ্বালানি সম্পদ দখলের পরিকল্পনার অংশ।এর আগে দেশটি অভিযোগ করেছিল, যুক্তরাষ্ট্র আসলে তাদের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছে।