• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২২শে কার্তিক ১৪৩২ রাত ১০:৫২:২৯ (06-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

শার্শায় এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

শার্শা (যশোর) প্রতিনিধি: শার্শা উপজেলায় ২০২৫ সালে অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে উপজেলা প্রশাসন।৬ নভেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডা. কাজী নাজিব হাসানের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, উপজেলা সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম, শার্শা উপজেলা কলেজের অধ্যক্ষ হাসানুজ্জামান অনুপম, একাডেমিক সুপারভাইজার নুরুজ্জামানসহ প্রমুখ।এসময় ৫৯ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।এছাড়া, অনুষ্ঠান শেষে একই মঞ্চে ৮৬ জন গ্রাম পুলিশ ও ২৮ জন নারী-পুরুষ উদ্দ্যোক্তাকে সম্মাননা স্মারক প্রদান করেন উপজেলা প্রশাসন। ভালো কাজ ও বিভিন্ন কর্মকাণ্ডে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ গ্রাম পুলিশকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।