জেফারের সঙ্গে বিয়ে, সবার দোয়া চাইলেন রাফসান
বিনোদন ডেস্ক: সংগীতশিল্পী ও অভিনেত্রী জেফার রহমান এবং উপস্থাপক রাফসান সাবাবের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।১৪ জানুয়ারি বুধবার রাজধানীর অদূরে আমিনবাজার এলাকার একটি রিসোর্টে পারিবারিক আয়োজনে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়।বিয়ে নিয়ে নানা আলোচনা ও চর্চার মধ্যেই দুপুর ২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন রাফসান সাবাব। নিজের ফেসবুক অ্যাকাউন্টে জেফারের সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করে নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি।ছবি প্রকাশের প্রায় এক ঘণ্টা পর রাফসান তার ভেরিফায়েড ফেসবুক পেজে ২ মিনিট ১২ সেকেন্ড দৈর্ঘ্যের একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে গায়েহলুদ থেকে শুরু করে বিয়ের অনুষ্ঠানের বিভিন্ন মধুর মুহূর্ত তুলে ধরা হয়।ভিডিওর একটি অংশে জেফার রহমান রাফসানের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ‘ফুল ফিলিং।’ আরেক অংশে অতীত জীবনের প্রসঙ্গ টেনে রাফসান জানান, আগে জীবনে নানা অস্থিরতা থাকলেও বর্তমানে তিনি শান্তিতে আছেন এবং মানসিকভাবে স্থির সময় পার করছেন।বিনোদন অঙ্গনে জেফার রহমান ও রাফসান সাবাবের এই বিয়ে ইতোমধ্যে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।