• ঢাকা
  • |
  • সোমবার ১৪ই পৌষ ১৪৩২ রাত ১২:৩৪:০২ (29-Dec-2025)
  • - ৩৩° সে:
রায়গঞ্জে চোরাই ট্রাকসহ চক্রের ২ সদস্য আটক

রায়গঞ্জে চোরাই ট্রাকসহ চক্রের ২ সদস্য আটক

চলনবিল (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক চোরাই চক্রের দুই সদস্যকে হাতেনাতে আটক করেছে থানা পুলিশ। এ সময় চুরি করা ট্রাকটিও তাদের কাছ থেকে জব্দ করে পুলিশ সদস্যরা।১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার ভোরে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ষোল মাইল অভি হাইওয়ে ভিলা হোটেলের সামনে থেকে তাদের আটক করা হয়।আটক চোরাই ট্রাক চক্রের সদস্যরা হলো, চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার আজমপুর গ্রামের মৃত হারুনর রশিদের ছেলে আকাশ ও একই এলাকার আরেক সদস্য আব্দুস সাত্তারের ছেলে আল-আমিন।রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনর-অর রশিদ বলেন, রাত্রিকালীন অভিযান পরিচালনাকারী টিম গোপন সংবাদের ভিত্তিতে চোরাই ট্রাক ক্রয়-বিক্রয়ের সময় চোরাই ট্রাক ও দুই চোরাই কারবারিকে আটক করে।চোরাই কারবারির সাথে জড়িত ক্রেতা ও বিক্রেতা উভয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।