শেরপুরে র্যাবের অভিযানে ভারতীয় মদসহ ট্রাক জব্দ, গ্রেফতার-৩
ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরে আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের ১ হাজার ৩০১ বোতল ভারতীয় মদসহ একটি ট্রাক এবং তিনজন মাদককারবারিকে আটক করেছে র্যাব।২৪ জানুয়ারি শনিবার সকালে র্যাব-১৪, জামালপুরের কোম্পানি কমান্ডার মেজর আসিফ আল-রাজেক এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন।এর আগে, ২৩ জানুয়ারি শুক্রবার রাত্রে শেরপুর সদর উপজেলার মোকছেদপুর নয়াপাড়া এলাকার নন্দীর বাজারে বিশেষ অভিযান চালিয়ে এসব মদ, ট্রাক ও কারবারিদের আটক করা হয়েছে।আটকরা হলেন- ঝিনাইগাতী উপজেলার থানা রোডের বাসিন্দা মোশারফ হোসেনের ছেলে মিনাল মিয়া, জাকির হোসেনের ছেলে রিয়াদ হোসেন ও আব্দুল কুদ্দুছের ছেলে নুরুল আমিন।র্যাব-১৪, জামালপুরের কোম্পানি কমান্ডার মেজর আসিফ আল-রাজেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটি ট্রাক থেকে ১৩০১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এ সময় মাদকচক্রের তিন সক্রিয় সদস্যকে নগদ ৯৬ হাজার ৮০৫ টাকাসহ আটক করা হয়।তিনি আরও জানান, জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য আনুমানিক প্রায় ১ কোটি টাকা। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।