ফেনীতে ট্রেন থেকে পড়ে প্রাণ গেল যুবকের
নিজস্ব প্রতিবেদক: ফেনীতে ট্রেন থেকে পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।২০ নভেম্বর বৃহস্পতিবার ভোরে ফেনীর ফাজিলপুরে এ ঘটনা ঘটে।রেলওয়ে সূত্রে জানা যায়, ফেনী সদর উপজেলার ফাজিলপুর মসজিদের পাশে লাকী শেখ আহম্মদের বাড়ি সংলগ্ন ডাউন রেল লাইনের পাশে অজ্ঞাত একজন পুরুষ যুবককে মৃত দেখতে পায় স্থানীয়রা। তার আনুমানিক বয়স ১৫/১৭ হবে। পরে বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষ জিআরপি পুলিশকে জানালে তারা এসে মরদেহ উদ্ধার করে ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।ফেনী জিআরপি পুলিশের ইনচার্জ দীপক দেওয়ান বলেন, সম্ভবত চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যেতে ট্রেনের ছাদে উঠে ভ্রমণের সময় ট্রেনের নিচে পড়ে যুবকটির মৃত্য হতে পারে। মৃত কিশোরের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।