• ঢাকা
  • |
  • সোমবার ১০ই অগ্রহায়ণ ১৪৩২ রাত ০৯:০৫:২৬ (24-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

মানিকগঞ্জে চালু হলো আধুনিক ‘ডায়ালাইসিস সেন্টার’

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে কিডনি রোগীদের চিকিৎসায় যুক্ত হলো নতুন মাত্রা।২৪ সোমবার নভেম্বর মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালের আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে আধুনিক ‘মুন্নু ডায়ালাইসিস সেন্টার’। এর ফলে জেলার কিডনি রোগীরা ঢাকায় না গিয়ে নিজ জেলাতেই নিয়মিত ডায়ালাইসিস সেবা গ্রহণ করতে পারবেন।উদ্বোধনী অনুষ্ঠানে সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাসপাতালের চেয়ারম্যান আফরোজা খানম রিতা।উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুল করিম, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. জুলফিকার আহমেদ আমিন (অবঃ), নেফ্রোলজি বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ কামরুল হাসান, ডা. মামুন চৌধুরী রাজুসহ বিভিন্ন বিভাগের চিকিৎসক-স্টাফরা।প্রথম পর্যায়ে সেন্টারে দুটি ডায়ালাইসিস বেড চালু করা হলেও চাহিদার ভিত্তিতে শিগগিরই তা ১০ বেডে উন্নীত করা হবে বলে জানান চেয়ারম্যান রিতা। তিনি বলেন, “মানিকগঞ্জের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমাতেই আমাদের এ প্রচেষ্টা। ঢাকায় বারবার যেতে না হওয়ায় রোগীরা সময়, অর্থ ও মানসিক চাপ-সব দিক দিয়েই স্বস্তি পাবেন।”হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, উন্নত যন্ত্রপাতি, প্রশিক্ষিত নার্সিং টিম ও নেফ্রোলজি বিশেষজ্ঞদের সমন্বয়ে এই কেন্দ্র ২৪ ঘণ্টাই ডায়ালাইসিস সেবা দেবে। প্রান্তিক ও মধ্যবিত্ত রোগীদের সাশ্রয়ী মূল্যে নিয়মিত ডায়ালাইসিস দেওয়াই তাদের মূল লক্ষ্য।স্বাস্থ্যসেবার মানোন্নয়নে মানিকগঞ্জে এই ডায়ালাইসিস সেন্টার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।