এবার কম্বোডিয়ায় বিমান হামলা চালাল থাইল্যান্ড
আন্তর্জাতিক ডেস্ক: সীমান্তে নতুন উত্তেজনার জেরে প্রতিবেশী কম্বোডিয়ার অভ্যন্তরে বিমান হামলা চালিয়েছে থাইল্যান্ড। আজ ৮ ডিসেম্বর সোমবার ভোরে চং এন মা পাস এলাকায় কম্বোডীয় সেনাবাহিনীর অস্ত্রাগার লক্ষ্য করে এ হামলা চালায় থাই প্রতিরক্ষা বাহিনী।থাইল্যান্ডের সেনাবাহিনীর আন্তঃবিভাগ সংযোগ দপ্তর (আইএসপিআর) প্রধান মেজর জেনারেল উইনথাই সুভারি এক বিবৃতিতে জানান, হামলার লক্ষ্য ছিল কম্বোডীয় সেনাদের আর্টিলারি ও মর্টার মজুতকেন্দ্র, যেগুলো থাই সেনা ও বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে বলে দাবি করেছে ব্যাংকক।তিনি আরও জানান, রোববার কম্বোডীয় বাহিনীর হামলায় একজন থাই সেনা নিহত ও দু’জন আহত হওয়ার প্রতিশোধ হিসেবে এই বিমান হামলা চালানো হয়েছে।অন্যদিকে কম্বোডীয় সেনা সদরদফতরের আইএসপিআর এক পৃথক বিবৃতিতে বলেছে, স্থানীয় সময় ভোর ৫টা ৪ মিনিটে থাই বিমান বাহিনী তাদের সেনা স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। বিবৃতিতে অভিযোগ করা হয় গত কয়েকদিন ধরে থাই বাহিনী ধারাবাহিক উসকানিমূলক তৎপরতা চালাচ্ছে, আর সোমবারের হামলাও সেই ধারাবাহিকতার অংশ। সূত্র: রয়টার্স।