• ঢাকা
  • |
  • শনিবার ৬ই পৌষ ১৪৩২ বিকাল ০৪:০৯:০১ (20-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

নলডাঙ্গায় রেলওয়ে স্টেশন থেকে নারীর মরদেহ উদ্ধার

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশন থেকে বেগনী (৪৮) নামের এক  নারীর মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।মাধনগর রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল আওয়াল জানান, ওই নারী জয়পুরহাট থেকে আত্রাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তিনি অসুস্থ ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।গত ২০ ডিসেম্বর শনিবার সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে স্থানীয় লোকজন মাধনগর রেলওয়ে প্ল্যাটফর্মে ওই নারীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্টেশন মাস্টারকে খবর দেন। পরে সান্তাহার রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে এসে তাকে মৃত ঘোষণা করে।স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নারী জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার পানিয়াল গ্রামের বাসিন্দা। তিনি  আত্রাই রেলওয়ে স্টেশনে নামার কথা থাকলেও ভুলবশত মাধনগর স্টেশনে নেমে পড়েন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শীতজনিত কারণে স্ট্রোক করে তার মৃত্যু হতে পারে। এছাড়া তিনি রাতের যেকোনো সময় মারা গিয়ে থাকতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।এ বিষয়ে সান্তাহার রেলওয়ে জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান হাবিব জানান, প্রাথমিক তদন্তে শীতজনিত কারণেই মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।মরদেহ উদ্ধার করে সান্তাহার রেলওয়ে থানায় নেওয়ার প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।