• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৫৬:২০ (23-Jan-2026)
  • - ৩৩° সে:
নিরাপত্তাহীনতার শঙ্কায় দ্বিতীয় দিনে নির্বাচনী মাঠে স্বতন্ত্র প্রার্থী

নিরাপত্তাহীনতার শঙ্কায় দ্বিতীয় দিনে নির্বাচনী মাঠে স্বতন্ত্র প্রার্থী

গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গাজীপুর-৩ আসনে (শ্রীপুর) এক নজিরবিহীন ঘটনার সৃষ্টি হয়েছে। জীবনের নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণায় নেমেছেন স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন।২৩ জানুয়ারি শুক্রবার সকালে উপজেলার মাওনা ও গাজীপুর ইউনিয়নে দ্বিতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণায় বের হন 'ঘোড়া' প্রতীকের এই স্বতন্ত্র প্রার্থী।প্রচারণা শুরুর আগে একটি মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। তবে প্রচারণার সময় তাকে বিশেষ নিরাপত্তামূলক পোশাক (বুলেটপ্রুফ জ্যাকেট) পরিহিত অবস্থায় দেখে সাধারণ ভোটার ও পথচারীদের মধ্যে ব্যাপক কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি হয়।বুলেটপ্রুফ জ্যাকেট পরে প্রচারণায় নামার কারণ জানতে চাইলে অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন গণমাধ্যমকর্মীদের জানান, তিনি বর্তমানে চরম জীবনঝুঁকিতে রয়েছেন। তিনি দাবি করেন, নির্বাচনী মাঠে নামার পর থেকেই তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে।মুঠোফোনের মাধ্যমে তাকে একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। মাঠের বর্তমান পরিবেশ তার কাছে নিরাপদ মনে না হওয়ায় বাধ্য হয়েই তিনি এই আত্মরক্ষামূলক ব্যবস্থা নিয়েছেন।শ্রীপুরের মতো রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকায় একজন প্রার্থীর এমন পোশাক পরে প্রচারণায় নামা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ ভোটারদের অনেকে মনে করছেন, প্রার্থীর এই নিরাপত্তাহীনতার বোধ নির্বাচনের সুষ্ঠু ও অবাধ পরিবেশের ওপর একটি নেতিবাচক বার্তা দিচ্ছে।স্বতন্ত্র প্রার্থীর এই পদক্ষেপ স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ কোনো নিরাপত্তা নিশ্চিত করা হবে কি না, তা নিয়ে সাধারণ মানুষের মাঝে জল্পনা চলছে।