• ঢাকা
  • |
  • রবিবার ৭ই পৌষ ১৪৩২ দুপুর ১২:৫৩:১০ (21-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

সিংড়ায় মসজিদের পুকুরে বিষ দিয়ে ৩শ’ মণ মাছ নিধন

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের ঘটনা ঘটেছে। ১৯ ডিসেম্বর শুক্রবার রাতে উপজেলার গোয়ালবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় প্রায় ৩শ’ মণ মাছ মারা গেছে। ভুক্তভোগী মৎস্যচাষি সিদ্দিক প্রামানিক জানান, স্থানীয় মসজিদের ১২ বিঘার একটি পুকুর ইজারা নিয়ে ৬ মাস ধরে মাছচাষ করছেন তিনি। শুক্রবার মধ্যরাতে কে বা কারা পুকুরটিতে বিষ প্রয়োগ করে। শনিবার সকালে গিয়ে তিনি পুকুরে থাকা মাছগুলো মরে ভেসে থাকতে দেখেন।পুকুরে পাবদা, টেংড়া, রুই, মৃগেল, সিলভার মিলিয়ে প্রায় ৩শ’ মণ বিক্রির উপযোগী মাছ ছিল। এই অপকর্মের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।মসজিদ ও কবরস্থান কমিটির সদস্য ইউনুছ সরকার বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের মাছ ভর্তি পুকুরে বিষ প্রয়োগ করে ৩শ’ মণ মাছ নিধন করেছে। এভাবে বিষ দিয়ে মাছ নিধন খুব দুঃখজনক। দোষীকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক এবং ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীকে ক্ষতি পূরণ দেওয়া হোক।সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ স ম আব্দুন নূর জানান, বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।