পোস্টাল ভোটের নিবন্ধন সময়সীমা বাড়লো
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ নির্বাচন কমিশন পোস্টাল ভোটের নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।৩০ ডিসেম্বর মঙ্গলবার কমিশন পোস্টাল ভোটের নিবন্ধনের সময়সীমা বাড়ানোর এই সিদ্ধান্ত জানায়।নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ প্রেস ব্রিফিংয়ে জানান, পোস্টাল ভোটের নিবন্ধন সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত ছিল। তবে অনুরোধ বিবেচনায় আগামী ৫ জানুয়ারি পর্যন্ত নিবন্ধন চলমান থাকবে।এর আগে, বাংলাদেশ নির্বাচন কমিশন পোস্টাল ভোটের নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করেছিল।উল্লেখ্য, ৩০ ডিসেম্বর ২০২৫ বিকাল ৪টা পর্যন্ত Postal Vote BD অ্যাপে নিবন্ধিত ভোটারের সংখ্যা ১০ লাখ ৫১ হাজার ছাড়িয়েছে।