• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১লা মাঘ ১৪৩২ ভোর ০৪:০৮:০৪ (15-Jan-2026)
  • - ৩৩° সে:
বালুচরে কৃষি বিপ্লব ঘটাচ্ছে নদীভাঙা মানুষ

বালুচরে কৃষি বিপ্লব ঘটাচ্ছে নদীভাঙা মানুষ

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার পদ্মায় জেগে উঠেছে অসংখ্য চর। সেসব বালুচরে কৃষি বিপ্লব ঘটাচ্ছে নদীভাঙা মানুষ। কৃষকরা ব্যস্ত হয়ে পড়েছেন চাষাবাদে। বালুতেই ফলাচ্ছেন সোনার ফসল।একরের পর একর জমিতে এখন সবুজের হাতছানি। চাষ হচ্ছে গম, ভুট্টা, গম, আলুসহ নানা জাতের ফসল ও সবজির। তবে সার ও কীটনাশকের দাম বেশি হওয়ায় কিছুটা হিমশিম খেতে হচ্ছে কৃষকদের। প্রশ্ন তুলেছেন কৃষি অফিসের তদারকি নিয়েও।কৃষি বিভাগ বলছে, প্রণোদনাসহ কৃষকদের সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে।কুষ্টিয়ার খোকসায় পদ্মার চরাঞ্চলে এখন চোখ ধাঁধানো বর্ণিল সবুজ ফসলের সরব উপস্থিতি। দিগন্ত বিস্তীর্ণ বালুচরে শোভা পাচ্ছে নানা রকম ফসলের সমারোহ।এবারের বন্যার পানি নেমে যাওয়ার পরপরই চরের চাষিরা নাওয়া-খাওয়া ছেড়ে জমিতে ফসল চাষে সময় দিচ্ছেন। মটর, ভুট্টা, সরিষা, ধান, গম, চিনাবাদাম, মিষ্টি কুমড়া, আলু, মিষ্টি আলু, রসুন, পেঁয়াজ, সরিষা, মশুর ডাল ও খেসারি ডালসহ প্রায় সব ধরনের শাকসবজি চাষাবাদ করছেন কৃষকরা। স্বপ্ন দেখছেন অধিক লাভবান হওয়ার।  তবে কৃষকদের অভিযোগ, কৃষি অফিস ঠিকমতো তদারকি না করা এবং সার ও কীটনাশকের দাম বেশি হওয়ায় কিছুটা শঙ্কা কাজ করছে তাদের মাঝে।গোপগ্রাম এজেড ফাজিল মাদ্রাসা শিক্ষক মাসুদ পারভেজ জানান, চরের প্রায় সবাই কৃষি কাজের সাথে জড়িত। কমবেশি সবাই কৃষি কাজ করে। চরাঞ্চলের মানুষের প্রধান পেশা কৃষি কাজ। তারা সব ধরনের ফসল চাষ করে। কম খরচে অধিক ফসল পাওয়া যায়। চরে বেশি চাষ হয় ভুট্টা।আহাদ আলী (৪৮) নামের এক কৃষক বলেন, এবার তিনি দুই বিঘা জমিতে ভুট্টা, এক বিঘায় মাসকালাই ও ২২ শতাংশ জমিতে মটর আবাদ করেছেন।শুধু আহাদ আলী, মকছেদ আলী, তুরাফ আলী, রাশিদ আলমই নন প্রায় সব চরের মানুষ কৃষি কাজের সাথে জড়িত। কৃষি কাজ করে চলে তাদের জীবন জীবিকা।খোকসা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল্লাহ আল নোমান এশিয়ান টিভিকে বলেন, এসব চরাঞ্চল কিছু কিছু কৃষি ফসলের জন্য বিশেষ উপযোগী। বাদাম, মিষ্টি আলু, ভুট্টা, মরিচসহ কিছু ফসল ভালো জন্মে। বন্যায় চরাঞ্চল প্লাবিত হয়ে পলি পড়ে জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়। ফলে কৃষি ফসলের ভালো ফলন হয়ে থাকে। তাই পদ্মার চরগুলো হয়ে উঠে বৈচিত্র্যময় ফসল ও সবজির কারণে দিগন্তজুড়ে সবুজের সমারোহ, যা চরবাসীর অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটাচ্ছে।