• ঢাকা
  • |
  • সোমবার ৮ই পৌষ ১৪৩২ দুপুর ০২:২৫:০০ (22-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

দ্বিতীয়বারের মতো সম্মাননা পেলেন সাংবাদিক ইরফান উদ্দিন

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দ্বিতীয়বারের মতো বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন এশিয়ান টেলিভিশনের উদীয়মান রিপোর্টার মো. ইরফান উদ্দিন ইরো।১৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডি-২৭ এলাকার ডব্লিউভিএ (WVA) অডিটোরিয়ামে অরাজনৈতিক ও সামাজিক সংগঠন ‘স্মার্ট উদ্যোক্তা ফোরাম’ এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তাকে ‘বিজয় কীর্তিমান সম্মাননা–২০২৫’ প্রদান করা হয়।সম্মাননা গ্রহণের পর প্রতিক্রিয়ায় ইরফান উদ্দিন ইরো সাংবাদিকতার বর্তমান বাস্তবতা ও কিছু নেতিবাচক দিক তুলে ধরেন। তিনি বলেন, ‘বর্তমানে সাংবাদিকতা শেখার আগেই অনেক তরুণ নির্দিষ্ট রাজনৈতিক দলের অনুসারী হওয়া, চাঁদাবাজিতে জড়িয়ে পড়া এবং ছদ্মবেশে অপসাংবাদিকতার মাধ্যমে ব্যক্তিস্বার্থ হাসিলের প্রবণতায় যুক্ত হচ্ছে। এতে সাংবাদিকতা পেশার মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। সাধারণ মানুষকে এসব অপতৎপরতা থেকে রক্ষা করতে সরকারের যথাযথ পদক্ষেপ নেওয়া জরুরি।’এটি ইরফান উদ্দিন ইরোর দ্বিতীয় সম্মাননা। এর আগে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘বাংলার বীর ফাউন্ডেশন’ এর দশ বছর পূর্তি উপলক্ষে তিনি ‘বর্ষসেরা সম্মাননা’ লাভ করেন। ওই অনুষ্ঠানে সমাজসেবা ও সাংবাদিকতা ক্যাটাগরিতে অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন তার হাতে সম্মাননা তুলে দেন।স্মার্ট উদ্যোক্তা ফোরাম আয়োজিত এবারের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পানিসম্পদ ও ধর্মমন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ। বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন, অভিনেতা সৈয়দ শুভ্র এবং সাংবাদিক পান্থ আফজালসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।সংগঠনের সাংগঠনিক সম্পাদিকা মাহফুজা শিউলীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ রানা এবং আবৃত্তি শিল্পী সৌখিন আজিজ। এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন খাতের ৩০ জন গুণীজনকে তাদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্মাননা প্রদান করা হয়।ইরফান উদ্দিন ইরো কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার শাহ পরীর দ্বীপের সন্তান। তার বাবা হাজী মো. ইসলাম এবং মা মারিয়াম বেগম। তিনি শাহ পরীর দ্বীপ থেকে এসএসসি, উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি, কক্সবাজার সিটি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এবং গাজীপুরের টঙ্গী সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। শৈশব থেকেই তিনি বিভিন্ন অরাজনৈতিক সামাজিক সংগঠনের মাধ্যমে সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।