পাকিস্তানে শপিং মলে ভয়াবহ আগুন, নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের করাচির একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় ১৭ জানুয়ারি শনিবার রাতে করাচির এমএ জিন্নাহ রোডে অবস্থিত গুল প্লাজা শপিং মলে এ দুর্ঘটনা ঘটে।১৮ জানুয়ারি রোববার সকালে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, অগ্নিকাণ্ডের ১৩ ঘণ্টারও বেশি সময় পার হলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এ সময় শপিং মলের ভবনের কয়েকটি অংশ ধসে পড়ার ঘটনাও ঘটেছে।স্থানীয় হাসপাতাল সূত্র জানায়, এখন পর্যন্ত ছয়জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। আগুনের তীব্রতায় ভবনটির কাঠামোগত ক্ষতি ব্যাপক আকার ধারণ করেছে।প্রতিবেদনে বলা হয়, গুল প্লাজা শপিং মলে এক হাজারের বেশি দোকান রয়েছে। সেখানে কাপড়, ক্রোকারিজ, সুগন্ধি, প্রসাধনী, ইলেকট্রনিক্স ও খেলনাসহ বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করা হয়। দাহ্য এসব পণ্যের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তীব্রতা বেড়ে যায় বলে জানান অগ্নিনির্বাপক কর্মকর্তারা।উদ্ধার কাজে নিয়োজিত কর্মকর্তারা জানান, আগুনের তীব্রতায় ভবনের একটি বড় অংশ ধসে পড়েছে। গার্ডেন এলাকার উপবিভাগীয় পুলিশ কর্মকর্তা মহসিন রাজা প্রাথমিকভাবে জানান, একটি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং পরে তা পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে।ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার ও উদ্ধার কার্যক্রমে অংশ নিতে সিন্ধ রেঞ্জার্স মোতায়েন করা হয়েছে। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, রেঞ্জার্স সদস্যরা ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথভাবে উদ্ধার কাজে অংশ নিচ্ছেন এবং অভিযান শেষ না হওয়া পর্যন্ত ঘটনাস্থলে অবস্থান করবেন।