• ঢাকা
  • |
  • শনিবার ১১ই মাঘ ১৪৩২ রাত ০৮:৫০:১৪ (24-Jan-2026)
  • - ৩৩° সে:
বামনায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

বামনায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

বামনা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বামনায় নৌবাহিনীর অভিযানে ইয়াবাসহ এলাকার চিহ্নিত মাদক সম্রাজ্ঞী সালমা পারভীন (৪০) গ্রেফতার হয়েছে।২৪ জানুয়ারি শনিবার সকালে মাদক বিরোধী বিশেষ অভিযানে উপজেলার তুলাতলী বাজার সংলগ্ন কালিকাবাড়ি থেকে তাকে আটক করা হয়।আটক সালমা পারভীনের বাড়ি উপজেলার বামনা সদর ইউনিয়নের কালিকা বাড়ি। তার স্বামীর নাম মো. ছগির সরদার।এসময় তার কাছ থেকে ৬৫ পিস ইয়াবা, ১৫০ গ্রাম গাঁজা, ১টি মোবাইল, ইয়াবা সেবনের সরঞ্জামাদি ও মাদক বিক্রির নগদ ৬৪ হাজার ৪৮০ টাকা উদ্ধার করা হয়।এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, ‘সালমা পারভীনের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’