• ঢাকা
  • |
  • সোমবার ১৪ই পৌষ ১৪৩২ রাত ০১:৫২:০৩ (29-Dec-2025)
  • - ৩৩° সে:
বড়াইগ্রামে বৈদ্যুতিক তারে জড়িয়ে শিশুর মৃত্যু

বড়াইগ্রামে বৈদ্যুতিক তারে জড়িয়ে শিশুর মৃত্যু

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে বৈদ্যুতিক মেইন তারে জড়িয়ে জুথি আক্তার (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।২৮ ডিসেম্বর রোববার বিকেলে বড়াইগ্রামের বনপাড়া পৌর এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত জুথি আক্তার বনপাড়া পৌরসভার কালিকাপুর পূর্বপাড়া এলাকার জহুরুল ইসলামের মেয়ে।এলাকাবাসী সূত্রে জানা যায়, জহুরুল ইসলামের বাড়ির উপর দিয়ে তিনটি বৈদ্যুতিক মেইন তার চলে গেছে। রোববার বিকেলে জুথি আক্তার বাড়ির ছাদে একটি বেড়াল নিয়ে খেলছিল। এ সময় অসাবধানতাবশত তার চুল বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) সুমন চন্দ্র দাস জানান, ‘শিশুটি বাড়ির ছাদে খেলার সময় বৈদ্যুতিক মেইন তারের সংস্পর্শে এসে ঘটনাস্থলেই প্রাণ হারায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ঝুঁকিপূর্ণভাবে বসানো বৈদ্যুতিক লাইন দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন।