• ঢাকা
  • |
  • বুধবার ১০ই পৌষ ১৪৩২ রাত ০৯:৪১:৫৮ (24-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

জামালপুরে বিপুল পরিমাণ ভারতীয় থান কাপড় জব্দ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় থান কাপড় জব্দ করেছে ৩৫ বিজিবির সদস্যরা।২৪ ডিসেম্বর বুধবার বেলা সাড়ে ১১টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার বিজিবির ঝাওডাঙ্গা বিওপির সদস্যরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পিকআপ গাড়িতে তল্লাশি করে এসব ৪৭ বান্ডিল থান কাপড় উদ্ধার করেন।বিজিবির সূত্রে জানা যায়, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পিকআপ গাড়িতে করে কুড়িগ্রামের রৌমারী থেকে ভারতীয় শার্ট ও পাঞ্জাবির কাপড়ের কয়েকটি বস্তা শেরপুরে নেওয়া হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে বিজিবির টহল দল রৌমারী- ঢাকা সড়কের দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ঝাওডাঙ্গা এলাকায় অবস্থান নেয়। পরে কুরিয়ার সার্ভিসের গাড়িটিতে ঝাওডাঙ্গায় পৌঁছলে গাড়িটি থামিয়ে তল্লাশি করা হয়। এসময় ওই গাড়িতে থাকা ৫ হাজার ১৩১ মিটার ভারতীয় থান কাপড় জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২৫ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা।জামালপুর ৩৫ বিজিবির ঝাওডাঙ্গা বিওপির নায়েব সুবেদার ফোরমান আলী জানান, ভারতীয় কাপড় জব্দের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।