ব্রাকসু ও হল সংসদ নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ
বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন-২০২৫ এর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।২২ নভেম্বর শনিবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের স্বাক্ষরিত এক নোটিশে এ তালিকা প্রকাশ করা হয়।নোটিশে জানানো হয়, খসড়া ভোটার তালিকায় বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত সেই সকল শিক্ষার্থীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। যারা নির্বাচনে ভোটদানের যোগ্য বলে বিবেচিত হবেন। তালিকাটি বিশ্ববিদ্যালয়ের বিভাগ ও হলগুলোর নোটিশ বোর্ডে প্রদর্শন করা হবে।শিক্ষার্থীরা খসড়া তালিকা যাচাই করে প্রয়োজনীয় আপত্তি, সংশোধন বা নাম সংশ্লিষ্ট যে কোনো তথ্য পরিবর্তনের জন্য নির্বাচন কমিশনের নিকট আবেদন করতে পারবেন। আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি শেষে আগামী ২৬ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।