• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৯ই মাঘ ১৪৩২ বিকাল ০৪:২৪:৩৫ (22-Jan-2026)
  • - ৩৩° সে:
বাণিজ্যিকভাবে মৌচাষ করে স্বাবলম্বী হচ্ছেন চাটমোহরের ক্ষুদ্র উদ্যোক্তারা

বাণিজ্যিকভাবে মৌচাষ করে স্বাবলম্বী হচ্ছেন চাটমোহরের ক্ষুদ্র উদ্যোক্তারা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে বাণিজ্যিকভাবে মৌচাষ করে স্বাবলম্বী হচ্ছেন ক্ষুদ্র উদ্যোক্তারা। লাভজনক হওয়ায় দিন দিন এ চাষের প্রতি আগ্রহ বাড়ছে। উৎপাদিত মধু ভেজালমুক্ত ও গুণগতমান ভালো হওয়ায় স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে।উপজেলার বিভিন্ন এলাকায় বর্তমানে শতাধিক উদ্যোক্তা বিসিকের প্রশিক্ষণ নিয়ে সরিষা ক্ষেতের পাশে মৌচাষ করছেন। এতে বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি হওয়ায় অনেক পরিবারে ফিরেছে আর্থিক স্বচ্ছলতা। তাদের সাফল্য দেখে নতুন করে অনেকেই মৌচাষে আগ্রহী হয়ে উঠছেন।চাটমোহরে চলতি মৌসুমে সরিষার চাষ ভালো হওয়ায় মৌয়ালরা একাধিক দফায় মধু সংগ্রহ করছেন। তবে শীতের তীব্রতা ও ঘন কুয়াশার কারণে কিছুটা বিড়ম্বনার মুখে পড়তে হচ্ছে মৌচাষীদের।উৎপাদিত মধু স্থানীয় বাজার ছাড়াও দেশের বিভিন্ন জেলা ও বিভিন্ন প্রতিষ্ঠানে সরবরাহ করা হচ্ছে। বিসিক কর্মকর্তারা জানান, মৌচাষের উৎপাদন বাড়াতে প্রশিক্ষণ, ঋণ সহায়তা ও সার্বিক সহযোগিতা অব্যাহত রাখা হবে।এদিকে কৃষি বিভাগ জানায়, মৌমাছির মাধ্যমে ফুলে ফুলে পরাগায়ন হওয়ায় ফসলের উৎপাদনও বৃদ্ধি পাচ্ছে। এতে কৃষক ও মৌচাষী উভয়ই উপকৃত হচ্ছেন।মৌচাষীরা জানান, উৎপাদন আরও বাড়ানো গেলে দেশের চাহিদা পূরণের পাশাপাশি ভবিষ্যতে বিদেশে মধু রপ্তানিরও সম্ভাবনা রয়েছে।