• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই পৌষ ১৪৩২ রাত ১০:০৭:৪২ (19-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

ইরানি তেল পরিবহন, ২৯ জাহাজের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের তেল ও তেলজাত পণ্য পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৯টি জাহাজ ও সেগুলোর পরিচালনাকারী কোম্পানির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।১৮ ডিসেম্বর বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট এ নিষেধাজ্ঞার ঘোষণা দেয়।ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়, নিষেধাজ্ঞার আওতায় থাকা এসব জাহাজ ইরানি তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য পরিবহনের মাধ্যমে শত শত মিলিয়ন ডলারের লেনদেনে জড়িত ছিল।নতুন এই নিষেধাজ্ঞার তালিকায় একজন মিশরীয় ব্যবসায়ীও অন্তর্ভুক্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রের দাবি, ওই ব্যবসায়ীর মালিকানাধীন কোম্পানিগুলো নিষেধাজ্ঞাভুক্ত ২৯টি ট্যাংকারের মধ্যে অন্তত সাতটির সঙ্গে সরাসরি সম্পৃক্ত। পাশাপাশি সংশ্লিষ্ট একাধিক শিপিং কোম্পানিকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।ট্রেজারি বিভাগের তথ্য অনুযায়ী, এসব জাহাজ সামুদ্রিক পথে ইরানি ক্রুড তেল ও বিভিন্ন ধরনের পেট্রোলিয়ামজাত পণ্য পরিবহন করেছে, যার মাধ্যমে বিপুল অঙ্কের আর্থিক লেনদেন সম্পন্ন হয়েছে।উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই তার প্রশাসন ইরানের ওপর চাপ সৃষ্টির কৌশল হিসেবে দেশটির তেল শিল্পকে প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত করে। এর ধারাবাহিকতায় ইরানি ক্রুড তেল ও পরিশোধিত পেট্রোলিয়ামজাত পণ্য পরিবহনের অভিযোগে এখন পর্যন্ত ১৮০টিরও বেশি জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।