বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় হিন্দু–বৌদ্ধ–খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বিশেষ প্রার্থনা
স্টাফ রিপোর্টার : সৃষ্টি কর্তার নিকট প্রার্থনা এবং বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় স্বরূপকাঠীতে বিশেষ প্রার্থনার আয়োজন করেছেবাংলাদেশ হিন্দু–বৌদ্ধ–খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, স্বরূপকাঠী উপজেলা শাখা।৫ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা উপজেলার কুড়িয়ানা ভদ্রাঙ্ক ঋষিধাম আশ্রমে এ বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এতে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানধর্মাবলম্বীরা অংশগ্রহণ করে দেশনেত্রীর আশু রোগমুক্তি এবং সুস্বাস্থ্য কামনা করেন।আয়োজকরা বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন; তিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনের একটি পরিচিত মুখ। তার রোগমুক্তির জন্য বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষ একসঙ্গে প্রার্থনা করছে—এটি সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ।”বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট পিরোজপুর জেলা শাখার সদস্য সচিব প্রলয় মন্ডল এর সভাপতিত্বে ও কবিগুরু রবীন্দ্রনাথ ডিগ্রী কলেজের সভাপতি অনিক রায়ের সঞ্চালনায় এই অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, তরুণ সমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষ অংশে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।বাংলাদেশ হিন্দু–বৌদ্ধ–খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, স্বরূপকাঠী উপজেলা শাখার পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করা হয়।