• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:২৩:১৬ (16-Jan-2026)
  • - ৩৩° সে:
লক্ষ্মীপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

লক্ষ্মীপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানায় সংঘটিত একটি হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফারুক হোসেনকে (৩৬) নোয়াখালীর বেগমগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।১৬ জানুয়ারি শুক্রবার সকালে র‌্যাব-১১ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। গ্রেফতার ফারুক হোসেন লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার উত্তর মাগুরী গ্রামের নুর মিয়া নুরুল আমীনের ছেলে।র‌্যাব জানায়, এর আগে ১৫ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি বিশেষ দল নোয়াখালীর বেগমগঞ্জ থানার আমানউল্যাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। তার বিরুদ্ধে অস্ত্র মামলাসহ একাধিক ডাকাতি ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।মামলার বিবরণে জানা গেছে, ফারুক হোসেন একটি হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে তাকে অতিরিক্ত এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছিল।র‌্যাব-১১ নোয়াখালীর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত বলেন, ‘র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন ও অপরাধীদের আইনের আওতায় আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও একাধিক মামলার পলাতক আসামি ফারুক হোসেনকে গ্রেফতার করা হয়েছে।’তিনি আরও জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।